অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার

সরকারী কর্মচারীদের মূল বেতনের পাঁচ শতাংশ ‍‍`বিশেষ সুবিধা‍‍` ১ জুলাই থেকে বাস্তবায়ন

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুলাই ১৮, ২০২৩, ১০:৪৬ পিএম

সরকারী কর্মচারীদের মূল বেতনের পাঁচ শতাংশ ‍‍`বিশেষ সুবিধা‍‍` ১ জুলাই থেকে বাস্তবায়ন

চাকুরিরত ও পেনশনভোগী কর্মচারীগণের জন্য সরকার কর্তৃক ঘোষিত মূল বেতনের পাঁচ শতাংশ প্রণোদনা বা ‍‍`বিশেষ সুবিধা‍‍` ১ জুলাই থেকে বাস্তবায়ন হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ সুবিধার আওতায় চাকরিরতদের বেতন ন্যুনতম ১ হাজার টাকা ও পেনশনভোগীদের আর্থিক সুবিধা ন্যুনতম ৫০০ টাকা বাড়বে।

মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ মন্ত্রণালয় এক সার্কুলারে জানায়, সরকারী (বেসামরিক), স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগীরা তাদের স্ব স্ব বেতনের পাঁচ শতাংশ পাবেন।

সার্কূলার অনুযায়ী সাময়িক বরখাস্তকৃত কর্মচারীরা বরখাস্ত হওয়ার অব্যবহিত পূর্বে পাওয়া মূল বেতনের অর্ধেক এর উপর এ সুবিধা পাবে।

বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীগণ এ সুবিধা প্রাপ্য হবে না।

Link copied!